আর শিশু শিল্পী না, নায়িকা হতে চায় দীঘি

  12-05-2019 10:34AM

পিএনএস ডেস্ক: অভিনয় শিল্পী সুব্রত-দোয়েল দম্পতির মেয়ে দীঘির অভিনয়ে অভিষেক হয় শৈশবে। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে অভিনয় করে রাতারাতি আলোচনার প্রাদপ্রদীপে উঠে আসেন ছোট্ট দীঘি।

সবশেষ ২০১২ সালে চিত্রপরিচালক মনতাজুর রহমান আকবরের ‘ছোট্ট সংসার’ চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন তিনি।

শিশু শিল্পীর ভাবমূর্তি ভেঙে এবার নায়িকা চরিত্রের মাধ্যমে অভিনয়ে ফিরতে চান চলচ্চিত্রের পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি।

তিনি বলেন, শিশু শিল্পী হিসেবে আর অভিনয় করবেন না। নায়িকার চরিত্রেই অভিনয়ে ফিরতে চান শিগগিরই। বিষয়টি নিয়ে তার প্রস্তুতিও বেশ। নিজের ফিটনেসের ব্যাপারেও বেশ সচেতন তিনি।

তার বাবা অভিনেতা সুব্রত বলেন, “আপাতত পড়াশোনার চাপ নেই। এখন ভালো নির্মাতা, চিত্রনাট্য আর প্রযোজনা প্রতিষ্ঠান পেলেই অভিনয়ে ফিরবে দীঘি।”

মেয়ের মতো তিনিও বলেন, “এখন আর শিশুশিল্পী হিসেবে নয়, কাজ করলে হিরোইন হিসেবেই করবে; মূল চরিত্রে অভিনয় করবে।”

কাজী হায়াতের ‘কাবুলীওয়ালা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে শিশু শিল্পী হিসেবে বড়পর্দায় অভিষেক হয়। এখন অবধি ৩০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করা এ শিল্পী তিনবার শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন