মুম্বাইয়ের রাস্তায় শ্রদ্ধা

  03-09-2019 05:53PM

পিএনএস ডেস্ক : মুম্বাই শহরতলির আরে কলোনির জন্য ‘মেট্রো কার শেড’ ও কার সার্ভিসিং সেন্টার তৈরি করা হবে। এ জন্য শহরের প্রধান ‘সবুজ ফুসফুস’ হিসেবে পরিচিত আরে বনের ২ হাজার ৭০০টি গাছ কাটার অনুমোদন দিয়েছে বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর প্রতিবাদে সোচ্চার হয়েছেন পরিবেশবাদী ও প্রকৃতিপ্রেমীরা।

এ তালিকায় যুক্ত হয়েছেন বলিউড তারকা শ্রদ্ধা কাপুরও। এক হাতে প্ল্যাকার্ড আর অন্য হাতে ছাতা। প্ল্যাকার্ডে লেখা, ‘আরেকে রক্ষা করো।’ তার টি–শার্টেও লেখা, ‘আরেকে রক্ষা করো।’ ওই সময় খুব বৃষ্টি হচ্ছিল। রোববার আরে বনের সামনে এক মানববন্ধনে অংশ নেন তিনি। বিভিন্ন পেশার শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশ নেন।

শুধু শ্রদ্ধা কাপুরই নয় বলিউডের অনেক তারকাই বিএমসির এই ২ হাজার ৭০০ গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন।

ইনস্টাগ্রামে শ্রদ্ধা কাপুর লিখেছেন, ‘এই সিদ্ধান্তে আমি হতবাক। মেট্রোর জন্য ২ হাজার ৭০০ গাছ কাটা চলছে। প্রকৃতি ধ্বংস এখানে নতুন কিছু নয়, মুম্বাইয়ে দূষণ মাত্রাধিক। এভাবে গাছ কাটা রুখতে হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমি নিজের মতো প্রতিবাদ করছি। আপনারাও এগিয়ে আসুন।’
আরেক বলিউড অভিনেত্রী এশা গুপ্ত লিখেছেন, ‘এটি হাস্যকর পদক্ষেপ!’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করে টুইটারে রণদীপ হুদা লিখেছেন, ‘গাছ কাটার সিদ্ধান্ত সত্যিই দুঃখজনক। আমরা অসহায় নাগরিকেরা কী করতে পারি! আমাজনের আগুন দেখে আমরা কাঁদছি। এখন আমাদের নিজের উঠানে এমন ধ্বংসযজ্ঞ দেখছি! আমাদের কী করা উচিত?’

এ ছাড়া কৌতুকশিল্পী কপিল শর্মা বলেছে, ‘সরকার যথেষ্ট বুদ্ধিমান, আমি নিশ্চিত সরকার যথাযথ সিদ্ধান্ত নেবে। অবশ্যই মেট্রো তৈরি করতে হবে। তবে কীভাবে গাছগুলো রক্ষা করে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব, তা নিয়ে সরকারের ভাবতে হবে।’

শ্রদ্ধার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সাহো’ বক্স অফিসে ঝড় তুলছে। এই ছবিতে তার বিপরীতে আছেন ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস। সূত্র: এবিপি আনন্দ

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন