৩৫ আসনের আধুনিক প্রেক্ষাগৃহ ‘সিনেস্কোপ’

  20-09-2019 11:01AM


পিএনএস ডেস্ক: নারায়ণগঞ্জে সীমিত আসনের আধুনিক সিনেমা থিয়েটার ‘সিনেস্কোপ’ আজ শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে।প্রকল্পটির উদ্যোক্তা, স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান। শুক্রবার বিকাল ৪টায় উৎসব আয়োজনের মধ্য দিয়ে চালু হচ্ছে সিনেস্কোপের। এ উপলক্ষ্যে সেখানে সাত দিনব্যাপী ‘বাংলাদেশি চলচ্চিত্র উৎসব’ শুরু হতে যাচ্ছে।

নারায়ণগঞ্জ শহরের ‘আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন’ ভবনে তৈরি হওয়া ‘সিনেস্কোপ’এ সাত দিনব্যাপী দেখানো হবে মোট ১৪টি সিনেমা। সিনেমাগুলো হলো সুজন সখী, গোলাপী এখন ট্রেনে, অশিক্ষিত, সূর্য দীঘল বাড়ী, পুরস্কার, ছুটির ঘণ্টা, ঘুড্ডি, দীপু নাম্বার টু, মাটির ময়না, স্বপ্নডানায়, ডুব সাঁতার, অজ্ঞাতনামা, জালালের গল্প এবং মাটির প্রজার দেশে। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া উৎসবটি চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

‘সিনেস্কোপ’ নামের হলটিতে আসন সংখ্যা ৩৫টি। উৎসবের সাতদিন প্রতিটি ছবির দুটি করে প্রদর্শনী হবে। বেলা ১১টা, ২টা, ৫টা ও রাত ৮টায় হবে প্রদর্শনী।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন