‘আমরা গরিব হলেও ফকির না’

  11-10-2019 04:43PM

পিএনএস ডেস্ক: একদল মানুষ আছে, কোন একটা ঘটনা ঘটলেই নিজ দেশ নিয়ে বিরুক্তি প্রকাশ করেন। ফেসবুকে স্ট্যাটাস মারে, “এই দেশে আর থাকতে চাই না”, “এই দেশের ভবিষ্যত নাই” ইত্যাদি, ইত্যাদি... এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এ নিয়ে তিনি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন।

তাতে তিনি লেখেন... যেন সব দেশের দোষ, দেশ শিখিয়ে দিয়েছে তুমি বদ হও, চুরি বাটপারি করো, খুন খারাপি করো!

আর দুনিয়ার কোন দেশে খারাপ কোন ঘটনা ঘটে না? একটু গুগল করে বিভিন্ন দেশের অপরাধের হার একটু দেখবেন তো!

যাই হোক, আইইএলটিএস-এ ৮ উঠিয়ে তারপর স্ট্যাটাস দিয়েন এই দেশে থাকতে চান না! তার আগে শুধু শুধু দেশকে দোষ না দিয়ে দুই চারটা ভাল কাজ করার চেষ্টা করেন!

২টা বাচ্চার পড়াশুনার দায়িত্ব নেন, ২টা গাছ লাগান, বাসার চারপাশ পরিষ্কার রাখেন, ছেলে মেয়েদের নৈতিক শিক্ষা দেন...

৮/১০ বছর পর দেখবেন মানুষ বাংলাদেশের নাগরিকত্ব চায়, সেক্ষেত্রে অবশ্য আমরা গরিব হলেও ফকির না, আমরা অন্য দেশের মানুষকে নাগরিকত্ব দেই না!


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন