প্রকাশ পাবে তসলিমার ১২টি বই

  22-10-2019 08:28AM

পিএনএস ডেস্ক: ভারতের ‘পেঙ্গুইন পাবলিশিং হাউস’ তসলিমা নাসরিনের মোট ১২টি নতুন বই প্রকাশ করবে। এর মধ্যে ২০২১ সালে প্রথম বইটি প্রকাশ পাবে।

এই সুসংবাদটি তিনি পান গত ২৫শে আগস্ট তার জন্মদিনে। সেদিন তিনি ৫৭ বছর পার করেন। নিজের জন্মদিনে এটিই ছিল তার সবচেয়ে বড় উপহার।

২৫ আগস্ট ১৯৬২ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তসলিমা নাসরিন। বিংশ শতাব্দীর আশির দশকে একজন উদীয়মান কবি হিসেবে সাহিত্যজগতে প্রবেশ করে তসলিমা এই শতকের শেষের দিকে নারীবাদী ও ধর্মীয় সমালোচনামূলক রচনার কারণে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন।

তিনি তার রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গসমতা, মুক্তচিন্তা, নাস্তিক্যবাদ এবং ধর্মবিরোধী উগ্র মতবাদ প্রচার করায় ১৯৯৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন।

তিনি কিছুকাল যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। বর্তমানে তিনি ভারত সরকার কর্তৃক সেখানে অবস্থানের সুযোগ পেয়েছেন।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন