লতা মঙ্গেশকর হাসপাতালে

  11-11-2019 06:45PM

পিএনএস ডেস্ক : ভারতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার মধ্যরাতে প্রবল শ্বাসকষ্ট শুরু হলে তাকে মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তাকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে।

জানা গেছে, তার অবস্থা বেশ সঙ্কটজনক। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। শ্বাসকষ্টের পাশাপাশি লতা মঙ্গেশকরের নিউমোনিয়া এবং হৃদযন্ত্রেও গোলমাল ধরা পড়েছে বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। গত ২০শে সেপ্টেম্বর সুরস¤্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৯০ বছরে পা দিয়েছেন। এক হাজারেরও বেশি হিন্দি সিনেমার গান গেয়েছেন তিনি।

হিন্দির পাশাপাশি বাংলাসহ বেশ কয়েকটি আঞ্চলিক ভাষাতেও লতা মঙ্গেশকর অসংখ্য গান গেয়েছেন। ২০০১ সালে তাকে সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন দেওয়া হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন