ধর্ষকদের এনকাউন্টারে খুশি সাইনা

  06-12-2019 04:52PM

পিএনএস ডেস্ক: হায়দরাবাদে ২৬ বছরের চিকিৎসক তরুণীকে গণধর্ষণ করে খুন ও দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চারজনেরই মৃত্যু হলো পুলিশের এনকাউন্টারে। শুক্রবার (৬ ডিসেম্বর) এমন ঘটনার পর সন্তোষ প্রকাশ করেছেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল।

অভিযুক্তদের এই সাজা কতটা যুক্তিযুক্ত, সেটা নিয়ে যখন দ্বিধাবিভক্ত ভারত। তখনই পুলিশের কীর্তিকে সাদরে গ্রহণ করছেন সাইনা। হায়দরাবাদ পুলিশের কর্মকাণ্ডে ধন্যবাদ জানিয়ে সাইনা তার মাইক্রোব্লগিং সাইটে লেখেন, ‘দারুণ কাজ হায়দরাবাদ পুলিশ। আমরা আপনাদের ধন্যবাদ জানাই।’

এ দিকে সাইনা খুশি হলেও খুশি হতে পারছেন না ভারতের আরেক মহিলা শাটলার জ্বালা গুট্টা। টুইটারে হায়দরাবাদ পুলিশের এই এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলে তিনি লিখেছেন, ‘এই ঘটনা কী আদৌ ধর্ষকদের কড়া বার্তা দেবে? নাকি সামাজিক অবস্থান বিচার না করে আগামী দিনে সব ধর্ষকের এভাবেই শাস্তি হবে?’

উল্লেখ্য, গত বুধবার হায়দরাবাদের যে হাইওয়ে সাক্ষী ছিল নৃশংস এবং মর্মান্তিক ঘটনার, শুক্রবার ভোররাতে সেই অভিশপ্ত হাইওয়েতেই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে চার অভিযুক্তের।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন