রাতভর ক্লাবে থার্টিফার্স্ট বিপিএল উপস্থাপিকার!

  01-01-2020 12:41PM

পিএনএস ডেস্ক: চলমান বিপিএলে নেই। তবে আলোচনায় থাকছেন নিয়মিত। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১২টার পর নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান পিয়া জান্নাতুল।

যেখানে তিনি নিজের অবস্থানের কথাও সবার সঙ্গে শেয়ার করেন। অনেকটা ভিন্নধর্মী পোশাকে গুলশান ক্লাবের সামনে দেখা যায় তাকে।

আশে পাশে রঙ বেরঙের আলোকসজ্জা, তারই মাঝে বেশ ফুরফুরে মেজাজে একের পর এক ক্যামেরায় বন্দী হচ্ছেন পিয়া। এখানেই শেষ নয়, ক’দিন আগেও ধুমধাম করে গুলশান ক্লাবে ক্রিসমাস উদযাপন করেছিলেন তিনি।

উপস্থাপনা দিয়ে সবার কাছে এখন পরিচিত মুখ পিয়া জান্নাতুল। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাকে দেখা যায় নিয়মিত। এবার অবশ্য ব্যতিক্রম। চলমান বঙ্গবন্ধু বিপিএলে জায়গা হয়নি পিয়ার। তবে কেন?

উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, প্রতিবারের মতো এবারের বিপিএল একটু বিশেষ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হচ্ছে বিপিএল। সেজন্যই পিয়ার টিকিট মেলেনি। নিজ মুখেও এমনটা স্বীকার করেছেন পিয়া, ‘এবার তো বিশেষ বিপিএল। তাই নেই। আগামী আসরে সাধারণ বিপিএল হতে পারে। আশা করছি, সে বার থাকব।’

ভালোবাসেন ক্রিকেট। চেষ্টা করেন মাঠে থেকে খেলা উপভোগ করতে। ক’দিন আগে দেশের মাটিতে অনুষ্ঠিত বিভিন্ন দ্বিপক্ষীয় ও ত্রিদেশীয় সিরিজে একটি বেসরকারি টেলিভিশনের হয়েও নিয়মিত উপস্থাপনা করেছেন পিয়া। এরপর ইংল্যান্ডে গড়ানো ক্রিকেট বিশ্বকাপেও উপস্থাপনা করেছিলেন তিনি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন