‘সুচরিতা যদি তোকে কুপিয়ে মেরেও ফেলে, তোর সহ্য করতে হবে’

  16-01-2020 03:04PM

পিএনএস ডেস্ক : কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুচরিতাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পরিচালক রফিক শিকদারের বিরুদ্ধে। গত সোমবার পাবনার শাহজাদপুরে ‘বসন্ত বিকেল’ ছবির শুটিং স্পটে এ ঘটনা ঘটে।

এই প্রসঙ্গে সুচরিতার সাংবাদিকদের বলেন, ‘বসন্ত বিকেল’ ছবিতে অভিনয় করার কথা ছিল। রীতিমতো শুটিংয়ের জন্য পাবনা যাই। তবে পরিচালক রফিক শিকদার অসদাচরণ করায় শুটিং রেখে চলে আসতে বাধ্য হই। এর বেশি কিছু বলতে চাই না।

এদিকে, অভিযোগের বিষয়ে রফিক শিকদার বলেন, ‘সুচরিতা আপার ওপর হাত তুলি নাই। কথা কাটাকাটি হয়েছে। অনেক গালাগালিও করেছেন। এর চেয়ে বেশিকিছু না। আমার মা নিয়েও গালি দিয়েছেন। এরপর আমি উত্তেজিত হয়ে উঠি। আমি পরিচালক সমিতিতে প্রাথমিক কথা বলেছি।’

এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ব্যাপারটি খুবই নিন্দনীয় ও দুঃখজনক। রফিক শিকদার একজন জুনিয়র পরিচালক হিসেবে কিভাবে এরকম একজন সিনিয়র শিল্পীর সাথে অসদাচরণ করার সাহস পায়? ভাবতেও অবাক লাগে।

এরপরই রফিক সিকদার সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন।

জায়েদ খান পুলিশি ক্ষমতা দেখিয়ে হুমকি দিয়েছেন অভিযোগ করে রফিক সিকদার বলেন, ‘এই বিষয়টা নিয়ে জায়েদ খান আজকে (গতকাল) আমাকে ফোন দিয়ে পুলিশি ক্ষমতা দেখিয়েছে। জায়েদ খান আমাকে বলেছে, “সুচরিতা যদি তোকে ওখানে কুপিয়ে মেরেও ফেলে তাও তোর সহ্য করতে হবে।” আমার মা তুলে জায়েদ খানও একটা গালি দিয়েছে।’

এদিকে, সমিতির সকল সদস্যকে পরিচালক রফিক সিকদারের যেকোনো শুটিং এবং ডাবিং থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন