স্টুডিওর নাম থেকে 'ফক্স' শব্দটি ফেলে দিচ্ছে ডিজনি

  18-01-2020 09:21AM




পিএনএস ডেস্ক: সিনেমাপ্রেমী মানুষ মাত্রেই 'টুয়েন্টিনথ সেঞ্চুরি ফক্স' শব্দগুলোর সঙ্গে পরিচিত। এবার মুভি স্টুডিওর নামটি বদলে যাচ্ছে। ডিজনি 'ফক্স' শব্দটি বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে এর নাম হতে পারে 'টুয়েন্টিনথ সেঞ্চুরি স্টুডিও'। নাম বদলে গেলে এর লোগো একই থাকছে।

বদলে যাচ্ছে ফক্স সার্চলাইট পিকচার্সের নামও। এর নাম হবে সার্চলাইট পিকচার্স। গত বছর ৭১ বিলিয়ন ডলারে ফক্সের বিনোদন ব্যবসা অধিগ্রহণ করে ডিজনি।

রুপার্ট মারডকের ফক্স করপোরেশনের অধীন ফক্স নিউজ ও ফক্স ব্রডকাস্ট নেটওয়ার্কের কারণে ডিজনির ফক্স মুভি স্টুডিওর ব্রান্ডটির নাম নিয়ে দ্বিধা তৈরি হয়েছিল। সেজন্য নাম পরিবর্তন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ডিজনির ফক্স টেলিভিশন প্রোডাকশন ব্যবসা, টুয়েন্টিনথ সেঞ্চুরি ফক্স টেলিভিশন ও ফক্স টুয়েন্টিওয়ান টেলিভিশন স্টুডিওর ক্ষেত্রে নাম পরিবর্তন করা হয়নি।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন