সুচরিতার কাছে ছেলে হয়ে ক্ষমা চাইলেন পরিচালক রফিক শিকদার

  18-01-2020 01:43PM

পিএনএস ডেস্ক: সম্প্রতি বর্ষীয়ান অভিনেত্রী সুচরিতা পরিচালক রফিক শিকদারের বিরুদ্ধে বাজে ব্যবহারের অভিযোগ করেন চলচ্চিত্র শিল্পী সমিতিতে। বিষয়টি পরবর্তী সময়ে লিখিতভাবে পরিচালক সমিতিকে জানানো হয়। এই অভিযোগের ভিত্তিতে রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ ছবির শুটিংয়ে নিষেধাজ্ঞা প্রদান করে শিল্পী সমিতি।

এ ঘটনার জেরে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে এফডিসির পরিচালক সমিতির অফিসে আলোচনায় বসেন কার্য্য নির্বাহী কমিটির সদস্যরা। সেখানে সুচরিতার কাছে ক্ষমা চান পরিচালক রফিক শিকদার।

মিমাংসা শেষে অভিনেত্রী সুচরিতা বলেন, ক্ষমা মহত্বের লক্ষণ। আমি রফিক শিকদারকে ক্ষমা করে দিয়েছি। তার বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নেই। ২৩ জানুয়ারি হজে যাবো। সেখান থেকে ফিরে ফেব্রুয়ারিতে ‘বসন্ত বিকেল’ ছবির বাকি অংশের শুটিং করে দেব।

রফিক শিকদারের বলেন, আমাদের মধ্যে এখন কোনো ঝামেলা নেই। আমি তার সন্তান সমতুল্য। কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনে রাগের বসে দুজনকে কটু কথা বলেছি। এজন্য আমি ছেলে হয়ে তার কাছে ক্ষমা চেয়েছি। উনিও মায়ের মতো আমাকে ক্ষমা করে দোয়া দিয়েছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন