‘আমরা এক হোটেলে থেকেছি, এক সাথে নয়’

  26-01-2020 12:59PM

পিএনএস ডেস্ক: কলকাতার বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী আর বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার বয়স বাড়ালেও তারা এখনো চিরসবুজ, চিরযৌবনা। তাই নিজেদের গণ্ডি পেরিয়ে বেড়াতে গেলেন থাকলেন এক হোটেলে। কেটেছিলো বেশ ভালো কিছু সময়, কিন্তু সামাজিক-মানসিক হীনমন্যতায় এরই মধ্যে পরিবারের সদস্যদের মনে চিড় ধরে এর ফলে। ‘ভুবনমাঝি’খ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খান পরিচালিত চলচ্চিত্র ‘গণ্ডি’র গল্প শুরু এভাবেই।

সম্প্রতি ‘গণ্ডি’র অফিসিয়াল ফেসবুক পেজ ও গড়াই ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একযোগে ট্রেলারটি মুক্তি দেওয়া হয়। সেখানেই ব্যথিত কণ্ঠে সব্যসাচী বলেন, ‘আমরা এক হোটেলে থেকেছি, এক সাথে নয়’। এরপরই আক্ষেপ নিয়ে বলছেন, ‘এই বন্ধুত্ব, আড্ডা, গল্প... এগুলো কি শুধুই তোমাদের? আমাদের কি শুধুই মৃত্যুর জন্য অপেক্ষা?’

আর এই একটা কথায় বলে দেয় অবসরে থাকা মানুষগুলোর জীবন কতটা নিঃসঙ্গতায় ভরা।

আগামী ৭ ফেব্রুয়ারি চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে ‘গণ্ডি’র অফিসিয়াল ফেসবুক পেজে জানান ছবিটির অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

পরিচালক ফাখরুল আরেফীন খান বলেন, ‘অপেক্ষার পালা শেষ। সামনে মাসের ৭ তারিখ মুক্তি পাবে ‘গণ্ডি’। চলচ্চিত্রটি নিয়ে আমরা অনেক আশাবাদী। একটু ভিন্নধর্মী বন্ধুত্বের গল্প নিয়ে খুবই কমন একটি সামাজিক বাঁধাকে তুলে ধরেছি। পরিবারের অটুট বন্ধন প্রধান্য পেয়েছে চলচ্চিত্রটিতে। পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মত সিনেমা ‘গণ্ডি’।’

সব্যসাচী ও সুবর্না মুস্তাফা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জিসহ আরও অনেকে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন