গোয়েন্দা বিভাগের ব্যর্থতায় দিল্লিতে সংঘর্ষ: রজনীকান্ত

  27-02-2020 12:25AM

পিএনএস ডেস্ক: ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী বিক্ষোভে উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা এলাকায় নতুন করে সহিংসতার খবর পাওয়া গেছে। গত রোববার থেকে সংঘর্ষে দিল্লিতে কমপক্ষে ২৭ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ২০০ জন।

এদিকে এ সহিসংতান প্রসঙ্গে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এক সময়ের জনপ্রিয় নায়ক রজনীকান্ত বলেন, কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগের ব্যর্থতায় দিল্লিতে সংঘর্ষ হয়েছে।

তিনি বলেন, অবশ্যই এটা গোয়েন্দা ব্যর্থতা। প্রথম থেকেই এই ধরণের সংঘর্ষ শক্ত হাতে দমন করতে হতো। কেন্দ্রীয় গোয়েন্দারা সেই কাজে ব্যর্থ হয়েছে। আমি কেন্দ্রের সরকারের ভূমিকার তীব্র নিন্দা করছি। গোয়েন্দা ব্যর্থতা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়বদ্ধতা।

ভারতের নাগরিকত্ব সংশোধন আইনের সমর্থনে তার সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে তিনি বলেছিলেন যে তিনি বিজেপির 'মুখপত্র' নন।

সম্প্রতি এই নায়ক সিএএ-এর পক্ষে সমর্থন দেন। তিনি বলেন, ‘সিএএতে কেউ ক্ষতিগ্রস্ত হলে সবার আগে আমি তার পাশে গিয়ে দাঁড়াব। কিন্তু কেউ কেউ এটা প্রচার করার চেষ্টা করছেন আমি বিজেপির মুখপত্রের মতো কথা বলছি। এটা শুনে আমি খুব মর্মাহত। আমি শুধু সত্যিটাই বলেছি।’ এই আইন বিলোপের কোনও সম্ভাবনা নেই বলে দাবি করেন রজনীকান্ত।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন