করোনা আতঙ্কে বাতিল ম্যাডোনার কনসার্ট

  11-03-2020 05:25PM

পিএনএস ডেস্ক: বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে করোনাভাইরাস। এ ভাইরাসের বিস্তৃতি ঠেকাতে বিভিন্ন দেশে নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। তারই ধারাবাহিকতায় ফ্রান্সে গণজমায়েত করতে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। সেটি মাথায় রেখে প্যারিস ট্যুরের দু’টি কনসার্ট বাতিল করেছেন আমেরিকার খ্যাতনামা কণ্ঠশিল্পী ম্যাডোনা।

এ প্রসঙ্গে ম্যাডোনা তার ওয়েবসাইটে জানান, মার্চের দশ এবং এগারো তারিখের কনসার্টটি আর হবে না। টিকেটের অর্থ ফিরিয়ে দেয়া হবে।

সম্পর্কিত খবর
করোনাভাইরাসে আক্রান্তের আশঙ্কায় রাবিতে অনুষ্ঠান স্থগিত
করোনা রোধে ৩২ দেশে স্কুল বন্ধ
ভ্রাম্যমাণ আদালতে শিশুদের সাজা অবৈধ ঘোষণা, সাজা বাতিল ১২১
এখন পর্যন্ত ফ্রান্সে এক হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ২১ জন মারা গিয়েছেন। আর তাই ফ্রান্সে একটি বইমেলা ও একটি গুরুত্বপূর্ণ রাগবি ম্যাচ বাতিল হয়েছে।

বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে যে অনুষ্ঠানমালা সাজানো হয়েছিল, করোনাভাইরাসের প্রভাবে তা কিছুটা সীমিত করা হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন