ধর্ষণের অপরাধে হলিউড মোগলের ২৩ বছরের কারাদণ্ড

  12-03-2020 01:02PM


পিএনএস ডেস্ক: হলিউডের প্রখ্যাত প্রযোজক তথা হলিউড মোগল বলে খ্যাত হার্ভে উইনস্টেইনকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে তাকে এই সাজা দিয়েছে আদালত।

এই রায়ের ফলে বড় সাফল্যের মুখ দেখল 'মি টু' আন্দোলন। কারণ এই প্রখ্যাত প্রযোজককে কেন্দ্র করেই এই আন্দোলন দানা বেঁধেছিল।

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ফৌজদারি আদালত এই সাজা দিয়েছে। বিচারপতি জেমস বার্ক এই রায় দিয়েছেন। তিনি উইনস্টেইনের বিরুদ্ধে চলা বিচারিক আদালতে সভাপতিত্ব করেছেন।

এর আগে, ২৪ ফেব্রুয়ারি আদালতের জুরিরা উইনস্টেইনের (৬৭) বিরুদ্ধে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করেছেন।

সাবেক প্রযোজনা সহকারী মিমি হ্যালিকে যৌন নিপীড়ন এবং অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণ করার অভিযোগে উইনস্টেইনের বিরুদ্ধে মামলা করা হয়। এতে উইনস্টেইন দোষী সাব্যস্ত হয়েছেন।

হলিউডের অন্যতম প্রভাবশালী প্রযোজক উইনস্টেইন। সর্বোচ্চ ২৯ বছরের কারাদণ্ডের সম্ভাবনার মুখোমুখি হয়েছিলেন তিনি।

তবে, বিশেষ বিবেচনায় তাঁকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

প্রসঙ্গত, হলিউড অভিনেত্রী সালমা হায়েক, উমা থারমানসহ ৮০ জন নারী হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। গত ৬ই ফেব্রুয়ারী তার বিরুদ্ধে অভিযোগের বিচার শুরু করে আদালত। সূত্র : ফ্রান্স ২৪

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন