মুরালিধরনের বায়োপিক বিতর্কে অভিনেতার মেয়েকে ধর্ষণের হুমকি

  22-10-2020 09:39AM


পিএনএস ডেস্ক: মুথাইয়া মুরালিধরনের বায়োপিকে বিজয় সেতুপতির অভিনয় করার কথা প্রকাশ পেতেই তিনি সমালোচনার শিকার হয়েছিলেন। তাকে '‌বিশ্বাসঘাতক' বলা হয়েছিল।‌ তামিলদের ওপরে শ্রীলঙ্কার অত্যাচারের ইতিহাস সেতুপতি ভুলে গেছেন বলে আঙুল তোলা হচ্ছিল তার দিকে। কিন্তু এবারে সকল সীমা লঙ্ঘন করে গেলেন সমালোচকেরা। কারণ এবার এই তামিল অভিনেতার মেয়েকে ধর্ষণের হুমকি দিল এক টুইটার ব্যবহারকারী।

মুথাইয়া মুরলিধরনের বায়োপিক ‘‌৮০০’ ছবিটিতে মুরালিধরনের ভূমিকায় অভিনেতা করার কথা প্রকাশ্যে আসতেই বিজয় সেতুপতি এবং এই ছবিটিকে বয়কটের ডাক উঠেছিল। কিন্তু এই ভয়াবহ চাপের মধ্যে পড়ে তাকে এই ছবি থেকে সরে দাঁড়াতে বাধ্য করেন ছবির পরিচালক, পিএমকে পার্টির প্রধান ডাঃ পি রামাদোস এবং রাজ্যের আরও দুই মন্ত্রী।

এরপর সিদ্ধান্ত হয়, তিনি অভিনয় করবেন না। তারপরে এক টুইটার ব্যবহারকারী বিজয়কে ট্যাগ করে লেখে, ‘‌একমাত্র তার মেয়েকে যৌন হেনস্থা করলেই এর শিক্ষা হবে। তখনই বুঝবে যে শ্রীলঙ্কার মানুষ কীভাবে তামিলদের ওপরে অত্যাচার করেছিল।’ চেন্নাই পুলিশ কমিশনার মহেশ কুমার জানালেন, অভিযুক্ত ব্যক্তির‌ নামে মামলা দায়ের করা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন