বাংলাদেশে জটিল হৃদরোগীর হার্টে রিং পরানোর বিরল কৃতিত্ব, (সি-থ্রী) সরাসরি সম্প্রচার

  23-06-2018 08:59AM

পিএনএস ডেস্ক : জাতীয় হৃদরোগ হাসপাতালে এক জটিল হৃদরোগীর হার্টে রিং পরানো সম্পন্ন হয়েছে। যা স্যাটেলাইটের মাধ্যমে আমেরিকার অরলেন্ডোতে আন্তর্জাতিক হৃদরোগ সম্মেলনে (সি-থ্রী) সরাসরি সম্প্রচারিত হয়েছে।

সেখানে বিশ্বের প্রায় ৫ হাজার হৃদরোগ চিকিৎসক উপস্থিত ছিলেন। চিকিৎসা পদ্ধতি জটিল বিধায় এটি আমেরিকাতে খুবই প্রসংশিত হয়।এতে আইভাস, এফএফআর এর মতো আধুনিক যন্ত্র ব্যাবহার হয়েছে।

বাংলাদেশে জাতীয় হৃদরোগ হাসপাতালে এই ধরনের জটিল রোগীর হার্টে রিং পরানোর জন্য আমেরিকার ডাক্তাররা প্রফেসর আফজালুর রহমানের ভূয়সী প্রসংশা করেন।

উনাকে বাংলাদেশে আধুনিক হৃদরোগ চিকিৎসার জনক বলেও আখ্যায়িত করেন। ভবিষ্যতে আরো এই ধরনের জটিল হৃদরোগীর চিকিৎসা সরাসরি সম্প্রসারণের আহবান জানান। এ প্রসঙ্গে প্রফেসর আফজালুর রহমান বলেন, বাংলাদেশ থেকে আমেরিকার আন্তর্জাতিক হৃদরোগ সম্মেলনে সরাসরি সম্প্রচার এটাই প্রথম। তিনি আরও বলেন জটিল হৃদরোগীর চিকিৎসায় বাংলাদেশ অনেক দূর এগিয়েছে।

উনি এই চিকিৎসায় সহযোগীতা করার জন্য ডাঃ মহসিন, ডাঃ তারেক, ডাঃ ফারহানা,ডাঃ আরিফসহ সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন।

পিএনএস/জে এ /

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন