পায়ে ইনফেকশন হলে করণীয়

  20-08-2018 11:17PM



পিএনএস ডেস্ক: পায়ে ফাংগাল ইনফেকশনের শিকার হন অনেকেই। একবার এই ফাংগাল ইনফেকশন হলে পায়ে চুলকানি বা দুর্গন্ধ হয়। সেখান থেকেই হতে পারে আরো বড় কোনো সমস্যা। এমনকি সার্জারিও করতে হতে পারে! এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার রয়েছে কিছু ঘরোয়া উপায়-

মেহেদি বাটা পায়ের ইনফেকশনে লাগালে তা তাড়াতাড়ি শুকায়।
কাঁচা হলুদ বাটাও পায়ের ইনফেকটেড জায়গায় লাগালে সহজে ও শীঘ্রই রেহাই পাওয়া যায়।
পায়ের পাতায় খুব বেশি চুলকানি হলে লেবুর রস ও ভিনিগার মিশিয়ে তা লাগান।

কাঁচা পেঁয়াজের রস ভালো করে পায়ে মালিশ করুন। এতে ক্ষত তাড়াতাড়ি শুকাবে।
পুদিনা পাতা ও তুলসি পাতা বেটে তা পায়ের পাতায় লাগালেও উপকার পাবেন।
ইনফেকশন থেকে পায়ে দুর্গন্ধ হলে পেপারমিন্ট অয়েল পায়ের পাতায় লাগান। শীঘ্রই উপকার পাওয়া যায় এই উপায়ে।

সবসময়ই পায়ের বিশেষ যত্ন নেওয়া উচিত। নোংরা পানি বা কাদা লাগলে অবশ্যই ভালো করে পা ধুয়ে নিন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন