যেভাবে বাড়িতে তৈরি করবেন বিশুদ্ধ পানি

  27-09-2018 04:25PM

পিএনএস ডেস্ক : সুস্থ থাকার জন্য বিশুদ্ধ পানির বিকল্প নেই। এমনিতেও পানি কিনে খাওয়ার খরচও কিন্তু কম নয়। তবে বাড়িতে পরিবারের সবাইকে সুস্থ রাখার জন্য বিশুদ্ধ পানি প্রয়োজন।

পানি তখনই জীবন, যখন তা বিশুদ্ধ অথবা এই পানি থেকেই ঘটতে পারে মরণও। প্রতিদিন যে পানি আমরা পান করি, এটা পুরোপুরি বিশুদ্ধ করে নিতে পারি নিজেরাই।

অনেকে বাইরের কেনা পানিতে বা ফুটানো পানিতে আস্থা রাখেন, তবে নিজের হাতে করে নিলে থাকবেন চিন্তামুক্ত আর পরিবারের সবাইকে নিয়ে সুস্থ। খুব অল্প খরচে বাড়িতেই বানিয়ে নিতে পারেন মিনারেল ওয়াটার।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন বিশুদ্ধ পানি।

একটি পরিষ্কার পাত্রে ফিল্টার করা পানি -২ লিটার, বেকিং সোডা -চা-চামচের ১/৪, ইপসম সল্ট চা-চামচের ১/৪ এবং পটাসিয়াম বাইকার্বোনেট – চা-চামচের ১/৪ ।

এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন। ১৫ মিনিট পর ছেকে বোতলে ভরে রাখুন আপনার বিশুদ্ধ-নিরাপদ পানি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন