ওষুধ ছাড়াই যেভাবে দাঁতে ব্যথা কমাবেন!

  05-12-2018 04:49AM

পিএনএস ডেস্ক :শীতে বিভিন্ন সমস্যার মধ্যে একটি মারাত্নক সমস্যা হলো দাঁতে ব্যথা। এর প্রধান কারণ ঠাণ্ডা আবহাওয়া দাঁতের ব্যথা বা দাঁতে নানা সমস্যাকে বাড়ায়। এমন কি ঠাণ্ডায় দাঁতে শিরশিরানি বা ব্যথার প্রকোপও বাড়ে।

সাধারণত দাঁতের বড় রকমের কোনো সমস্যা হলে চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া উপায় থাকে না। কিন্তু কিছু সময় চিকিৎসকের কাছ না গিয়ে ছোট সমস্যার সমাধান ঘরোয়া ভাবেই করা সম্ভব।

খুব সহজে পাওয়া যায় এমন দুই উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন সমাধান। এর জন্য প্রয়োজন কেবল নারিকেল তেল ও লবঙ্গের গুঁড়ো।

এবার একটি পাত্রে নারিকেল তেলের মধ্যে বেশ কিছুটা লবঙ্গের গুঁড়ো মিশিয়ে নিন। ভাল করে মিশিয়ে এই মিশ্রণ ব্রাশের সাহায্যে আক্রান্ত স্থানে লাগান। দিনে তিনবার এমনটা করলে অনেকটা আরাম পাবেন দাঁতের ব্যথা ও অন্যান্য সমস্যা থেকে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন