কিডনির পাথর সারাবে লেবু!

  15-02-2019 04:24PM

পিএনএস ডেস্ক : অনেকেই কিডনির পাথর জমা রোগটির সাথে পরিচিত। কিডনিতে পাথর জমলে পেটে অসহ্য ব্যথা হয়। শুধু তাই নয়, কিডনিতে পাথর হলে বেশি পরিমাণে প্রস্রাব হয়, প্রস্রাবের সময় ব্যথা হয়। কিডনিতে পাথর হলে ইউররিনের রঙ গোলাপি, লাল, বাদামি কিংবা গাঢ় রঙের হয়। এছাড়া জ্বর এবং বমি বমি ভাবও হয়।

কিডনির পাথর সাধারণত খনিজ এবং অম্ল লবণ দিয়ে সৃষ্টি হয়। কিডনিতে বিভিন্ন কারণে পাথর হয়ে থাকে।

কিডনির এ পাথর সারাতে লেবু সমাধান হতে পারে। বিশেষজ্ঞদের দাবি, প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে কিডনিতে পাথর জমা প্রতিরোধ করা যায়।

লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড ক্যালসিয়ামজাত পাথরগুলোকে তৈরি হতে দেয় না। এছাড়াও সাইট্রিক অ্যাসিড বড় আকারের পাথরগুলোকে ভেঙে দিতে পারে। এতে পাথরগুলো সহজেই সরু মূত্রনালি দিয়ে বেরিয়ে যেতে পারে। সেই সঙ্গে ব্যথা কমাতে সাহায্য করে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন