ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৭৯৩

  07-09-2019 09:06AM


পিএনএস ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আবু সৈয়দ নামের একজন রোগী গতকাল শুক্রবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে। এ ছাড়া ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বেসরকারি সূত্রে। ওই রোগীর নাম তারানা বেগম।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৯৩ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে রাজধানীর ৪১টি হাসপাতালে ৩২৫ জন এবং বাইরের হাসপাতালে ৪৬৮ জন ভর্তি হয়।

আমাদের কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, কালীগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তারানা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী। গত বুধবার ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

আলতাফ হোসেন জানান, গত ২৮ আগস্ট তাঁর স্ত্রী প্রথমে জ্বর অনুভব করেন। স্থানীয়ভাবে চিকিৎসার পর ১ সেপ্টেম্বর তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তাঁর ডেঙ্গু ধরা পড়ে। হাসপাতালের ‘ডেঙ্গু’ ওয়ার্ডে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বুধবার সকালে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে ফরিদপুর মেডিক্যালে নিতে বলেন। সেখানে নেওয়ার পথে মধুখালী সেতু পার হওয়ার পর তিনি মারা যান। সেখান থেকে বাড়িতে নিয়ে রাতেই তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক অপূর্ব কুমার জানান, তারানা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফরিদপুর রেফার করা হয়েছিল।

চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আবু সৈয়দ (৩০) নামে আরো এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আবু সৈয়দ নগরের কোতোয়ালি থানার চাক্তাই আসাদগঞ্জ ইসলাম কলোনির মো. সালামের ছেলে। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গত বুধবার আবু সৈয়দের ডেঙ্গু শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার সকালে তাঁকে ওই হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় আইসিইউতে নিয়ে যাওয়া হয়। গতকাল তাঁর মৃত্যু হয়।

এর আগে নগরের পার্কভিউ হাসপাতালে বাদশা মোল্লা (৫৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল। এরপর ৩ সেপ্টেম্বর দুপুরে বিপ্লব দাস (২৫) নামে আরো এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন