চিকিৎসকদের কর্মক্ষেত্র চরম অনিরাপদ; অভিযোগ ড্যাবের

  20-10-2019 12:18AM

পিএনএস ডেস্ক: বাংলাদেশে চিকিৎসকদের কর্মক্ষেত্র চরম অনিরাপদ হয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।

শিশুবিশেষজ্ঞ ডা. মো. শাহ আলমের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ড্যাব দফতর সম্পাদক মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

ড্যাব কেন্দ্রীয় সভাপতি হারুন আল রশিদ এবং ভারপ্রাপ্ত মহাসচিব মো. মেহেদী হাসান এক যৌথ বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশে চিকিৎসকদের কর্মক্ষেত্রের পরিবেশ ইতোমধ্যেই চরম অনিরাপদ হয়ে গেছে। বর্তমানে চিকিৎসকদের অপহরণপূর্বক হত্যা করা হচ্ছে- যা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির চিত্র।’

নেতৃদ্বয় বলেন, ‘দেশে আইনের শাসন বিদ্যমান থাকলে এবং বিচারবিভাগ সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারলে এ-রকম নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করতে সন্ত্রাসীরা সাহস পেত না।’

তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান এবং চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপদ করাসহ তাদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহ্বান জানান।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন