যেভাবে নিজেই মাস্ক তৈরি করতে পারবেন!

  11-03-2020 12:05PM

পিএনএস ডেস্ক: গোটা বিশ্বের কাছে এখন এক প্রাণঘাতী আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রতি মুহূর্তে বিশ্বজুড়ে যেমন বিস্তৃত হচ্ছে এর সংক্রমণ তেমনি প্রকট থেকে প্রকটতর হচ্ছে মৃত্যুর আতঙ্ক। বিশ্বের অন্যান্য দেশের মতো করোনা আতঙ্ক বাংলাদেশও বিরাজ করছে। যার প্রভাব পড়তে শুরু করেছে বেশ কয়েকটি প্রয়োজনীয় পণ্যে। এরমধ্যে অন্যতম হচ্ছে মাস্ক।

অবস্থা এমন হয়েছে যে পাঁচ টাকা মাস্ক ৫০ টাকায়ও মিলছে না। এই অবস্থায় বাজারে মাস্কের জন্য না ঘুরে চাইলে নিজেই তৈরি করে নিতে পারেন মাস্ক। মনে রাখবেন মাস্ক শুধু করোনা ঠেকাতেই ব্যবহার করতে হবে এমন নয়। বাইরের দূষণ, ধুলাবালি আর নানা রোগের জীবাণু থেকে বাঁচতেও ছোট-বড় সবার প্রতিদিনই মাস্ক ব্যবহার করা উচিত।

কোয়ারেন্টাইন কী?
করোনাভাইরাস: কোয়ারেন্টাইন ও আইসোলেশন কী?
জেনে নিন কীভাবে তৈরি করবেন:

চার ইঞ্চি করে দুই টুকরো কাপড় নিন
একটির সঙ্গে আরেকটি সেলাই করুন
সেলাই দেওয়ার সময় ওপরের ছবিরমতো আধা ইঞ্চি পর পর ভাঁজ করে নিন
এবার দুই পাশে রাবার লাগিয়ে নিন কান পর্যন্ত
তৈরি হয়ে গেল আপনার মাস্ক।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন