মিয়ানমারে আরো ২ মন্ত্রীর পদত্যাগ

  12-01-2018 01:46PM



পিএনএস ডেস্ক: মিয়ানমারের বাগো অঞ্চলের দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আয়িয়াওয়াদি ও মধ্যাঞ্চলীয় মগওয়ে অঞ্চলের মন্ত্রীদের পদত্যাগের পর তারা সরে দাঁড়ালেন।

সিনহুয়ার খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্টের দপ্তর থেকে জারি করা নির্দেশনায় পদত্যাগপত্র অনুমোদন করা হয়। পদত্যাগী দুই মন্ত্রী হচ্ছেন প্রাকৃতিক সম্পদ, বন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক মন্ত্রী ইউ কিয়াও মিন সান এবং উন্নয়ন ও সামাজিকবিষয়ক মন্ত্রী ইউ মংসং লইন।


তাদের পদত্যাগের পর পদত্যাগ করা মন্ত্রীর সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়াল। তাদের মধ্যে আয়িয়াওয়াদি অঞ্চলের মুখ্যমন্ত্রী রয়েছেন। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকার দেশটির ১৪টি অঞ্চলিক বা রাজ্যের মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের নিয়োগ দিয়েছে। ২০১৫ সালের নভেম্বরে সাধারণ নির্বাচনে দলটি জয়লাভ করে এবং ২০১৬ সালের ৩০ মার্চ এ সরকার দায়িত্ব গ্রহণ করে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন