সৌদি স্পেশাল ফোর্সের ক্যাম্পে ইয়েমেনি হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

  12-01-2018 03:15PM


পিএনএস ডেস্ক: সৌদি আরবের স্পেশাল ফোর্সের একটি ক্যাম্পে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা।

সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী নাজরান প্রদেশের সেনা ক্যাম্পে মূলত গানশিপ রাখা হতো।

আনসারুল্লাহ যোদ্ধারা বৃহস্পতিবার জানিয়েছে, কাহের এম-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ওই ক্যাম্পে হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায় নি।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে বুধবার ইয়েমেনের হুথি যোদ্ধারা নাজরান প্রদেশে সৌদি আরবের একটি ঘাঁটি দখল করে নিয়েছে। ওই অভিযানে বেশ কয়েকজন সৌদি সেনা নিহত হয়।

গত কয়েক মাস ধরে ইয়েমেনের হুথি যোদ্ধারা ও তাদের অনুগত সেনারা প্রায় নিয়মিতভাবে আগ্রাসী সৌদি আরবের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির কথা প্রকাশ করছে না সৌদি আরব।

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন