মিশরীয় বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত

  13-01-2018 01:50PM

পিএনএস ডেস্ক : মিশরের সেনাদের গুলিতে ফিলিস্তিনের গাজা উপত্যকার এক জেলে নিহত হয়েছেন। মিশরীয় সেনাদের গুলিতে এই প্রথম কোনো ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনা ঘটলো। এর আগে ইহুদিবাদী ইসরাইলের সেনারা প্রায়ই ফিলিস্তিনি জেলেদের ওপর এ ধরনের গুলি চালাতো।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস পরিচালিত আল-আকসা টেলিভিশন চ্যানেল আজ (শনিবার) জানিয়েছে, গাজা উপত্যকার রাফা উপকূলের কাছে মিশরের সেনারা ফিলিস্তিনের একটি মাছধরা নৌকায় গুলি চালায়। এতে মারাত্মকভাবে আহত হন ৩৩ বছর বয়সী আবদুল্লাহ রামাজান জিদান নামে এক ফিলিস্তিনি। পরে তিনি মারা যান।

২০০৬ সালে ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে হামাস বিপুল বিজয় লাভের পর ২০০৭ সাল থেকে ইহদিবাদী ইসরাইল গাজার ওপর অবরোধ দিয়ে রেখেছে। এতে গাজার জনজীবনে নেমে এসেছে মারাত্মক বিপর্যয়।

সেখানকার প্রায় ২০ লাখ মানুষ সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মিশরের সিসি সরকারও রাফা সীমান্ত বন্ধ রেখে ইসরাইলের সঙ্গে অবরোধ বাস্তবায়নে শরীক হয়েছে। গাজাকে এখন বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার বলা হয়।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন