ভারত তীব্র শীতে এটিএম বুথও কম্বলে মুড়ানো!

  13-01-2018 02:49PM

পিএনএস ডেস্ক: গত কয়েকদিনের তীব্র শীতে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই জনজীবন জবুথবু স্থবির হয়ে পড়েছে। এমন অবস্থায় শৈত্যপ্রবাহের প্রকোপ থেকে ‘বাঁচাতে’ এটিএম বুথকেও ঢেকে দেওয়া হয়েছে কম্বল দিয়ে। এ ঘটনা ঘটেছে ভারতের হিমাচলে। সেখানে অবশ্য তুষারপাতও হয়।

নবভারত টাইমস প্রকাশিত এক সচিত্র প্রতিবেদনে দেখা যায়, বিশেষভাবে ডিজাইন করা কম্বল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে একটি ব্যাংকের এটিএম বুথ। এ দৃশ্য হিমাচলের লাহোল-স্পিতি এলাকার।

খোঁজ নিয়ে দেখা যায় ব্যাংক কর্তৃপক্ষ এটিএম বুথকে কম্বলে মুড়েই দায়িত্ব শেষ করেনি, তার পাশে হিটারের ব্যবস্থাও রেখেছে।

ব্যাংক কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তুষারপাতের সঙ্গে পাল্লা দিয়ে এলাকার তাপমাত্রা বেশ নিচে নেমে যাওয়ার কারণে আশঙ্কা দেখা দিয়েছে বরফ জমে এটিএম বিকল হয়ে যেতে পারে। টাকা উত্তোলনের মেশিনের এমন দুর্যোগে যাতে গ্রাহকরা নির্বিঘ্নে টাকা তুলতে পারে তাই এই বিশেষ ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে।

দুনিয়ার বিভিন্ন স্থানে দেখা যায়, প্রচণ্ড ঠাণ্ডার কারণে অনেক সময় গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যায়, স্টার্ট নিতে চায় না। এটিএম মেশিনের ক্ষেত্রেও একই অবস্থা হয় বলে জানান অভিজ্ঞ মহল। তীব্র ঠাণ্ডার প্রভাবে বিকল হয়ে যায় এটিএম।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন