পাক-ভারত সীমান্তে সংঘর্ষ: ৪ পাকিস্তানি ও ৩ ভারতীয় সেনা নিহত

  15-01-2018 07:43PM

পিএনএস ডেস্ক :পাকিস্তান বলেছে, ভারতের সেনাবাহিনীর মর্টার হামলায় তাদের চার সেনা নিহত হয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর আজ (সোমবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতের সেনারা পাকিস্তানের আজাদ কাশ্মিরের জানড্রোট সেক্টরে মর্টার হামলা চালিয়েছে। এর ফলে সেখানে কর্মব্যস্ত চার পাকিস্তানি সেনা প্রাণ হারায়। এরপর পাকিস্তানের সশস্ত্র বাহিনী পাল্টা হামলা চালালে তিন ভারতীয় সেনা নিহত ও কয়েকজন আহত হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৮ সাল শুরুর পর থেকে এ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা ও সীমান্তে অন্তত ৭০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর ফলে অন্তত একজন বেসামরিক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছে। গত নভেম্বরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী নিয়ন্ত্রণ রেখা ও সীমান্ত এলাকার নিরপরাধ মানুষদের জীবন বাঁচাতে ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করার পর সেখানে উত্তেজনা বিরাজ করছে।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক জহির উদ্দিন কোরেশি বলেছেন, ২০১৭ সালের প্রথম ছয় মাসে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় বাহিনীর গুলিতে ৮৩২ জন নিহত ও তিন হাজার মানুষ আহত হয়েছে। এছাড়া তিন হাজার ৩০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন