জম্মু সীমান্তে পাক-ভারত গুলিবিনিময়, নিহত ২

  19-01-2018 02:47PM


পিএনএস ডেস্ক: ভারত শাসিত জম্মু ও কাশ্মিরের জম্মুতে পাকিস্তান ও ভারতের মধ্যে গুলিবিনিময়ে বেসামরিক দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে জম্মেুর আরএস পুরা সেক্টর এলাকায় এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, শুক্রবার সকালে পাকিস্তান বিএসএফের ঘাঁটি এবং ৫০টি গ্রামকে লক্ষ করে গুলি চালায়। ভারতও পাল্টা জবাব দেয়।

এ সময় বেসামরিক দুই ব্যক্তি নিহত এবং চারজন আহত হন।

খবরে বলা হয়, বৃহস্পতিবারও আরএস পুরা সেক্টরে পাকিস্তান গুলি চালায়। বুধবার মধ্যরাতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান গুলি করলে বিএসএফের এক সদস্যসহ এক কিশোরী নিহত হয়। এ সময় আরো ছয়জন আহত হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন