শত্রুরা ইসলাম ধর্মকে ধ্বংস করতে চায়: আয়াতুল্লাহ ইমামি কাশানি

  19-01-2018 06:22PM

পিএনএস ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও জুমা নামাজের খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি বলেছেন, মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।

ইমামি কাশানি আরও বলেছেন, শত্রুরা ইসলাম ধর্মকে ধ্বংস করতে চায়। কাজেই আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্র মোকাবিলায় মুসলিম দেশগুলোর সতর্কতা জরুরি।

ফিলিস্তিন ও ইয়েমেন ইস্যুতে কোনো কোনো মুসলিম দেশের নিরবতার সমালোচনা করে তিনি বলেন, মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদ তথা ফিলিস্তিনি ইস্যুতে মুসলমানদের নিরবতা গ্রহণযোগ্য নয়। বর্তমানে মুসলিম বিশ্বে সাহসিকতার প্রয়োজন দেখা দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আয়াতুল্লাহ ইমামি কাশানি বলেন, আমেরিকার সহযোগিতায় এবং সৌদি শাসক গোষ্ঠীর অর্থায়নে ইহুদিবাদী ইসরাইল ইরান তথা গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে। এ অবস্থায় মুসলিম দেশগুলোর উচিত ঐক্য ও সংহতি বজায় রেখে দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে ষড়যন্ত্র মোকাবিলা করা।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন