দক্ষিণ সুদানে মৃত্যুঝুঁকিতে আড়াই লাখ শিশু

  20-01-2018 08:56AM

পিএনএস ডেস্ক: অপুষ্টিতে ভোগার কারণে যুদ্ধ-বিধ্বস্ত দক্ষিণ সুদানে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে আড়াই লাখেরও বেশি শিশু। চলতি বছরের জুলাইয়ের আগেই এসব শিশুর মৃত্যু হতে পারে। জাতিসংঘ এই তথ্য জানিয়েছে।

জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) নির্বাহী পরিচালক হেনরিটা এইচ ফোর এই সতর্কতা জারি করেছেন। পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধবিধ্বস্ত কিছু এলাকায় দুইদিনের পরিদর্শনের পর শুক্রবার তিনি এই সতর্কতা দিয়েছেন।

তিনি বলেন, দেশটিতে ২০১৩ সাল থেকে গৃহযুদ্ধ শুরু হয়। এর ফলে দেশটির অনেক কৃষক তাদের ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তারা ভয়ে চাষাবাদ থেকে বিরত রয়েছে, যার ফলে দেশটির বাজারে কোনো খাদ্য নেই।

দেশটিতে খাদ্য নিরাপত্তা জোরদারে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে তিনি।
ইউনিসেফ বলেছে, গৃহযুদ্ধ শুরু পর ২ দশমিক ৪ মিলিয়নেরও বেশি শিশু তাদের বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আর ২ হাজার ৩০০ শিশুকে হত্যা করা হয়েছে। অপরদিকে ১৯ হাজার শিশু সশস্ত্র গ্রুপগুলোতে যোগ দিয়েছে।
সূত্র: আল-জাজিরা

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন