মেক্সিকোতে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

  20-01-2018 09:33AM


পিএনএস ডেস্ক: মেক্সিকোতে রিখটার স্কেলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার জিএমটি সময় ২২টা ১৭ মিনিট ৪২ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।

এ বিষয়ে ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর লোরেটো থেকে ৭৭ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে।

এ ঘটনার পর ওই এলাকায় তাৎক্ষণিক সুনামির কোনো সতর্কবার্তা জারি করা হয়েছে কিনা কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন