কাবুলের বিলাসবহুল হোটেলে জঙ্গি হামলা; ২ সন্ত্রাসী নিহত

  21-01-2018 09:58AM

পিএনএস ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী হামলা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভারী অস্ত্রে সজ্জিত চার জঙ্গি শনিবার রাতে হোটেলের রান্নাঘর দিয়ে এটির ভেতরে প্রবেশ করে। রোববার ভোরে নিরাপত্তা কর্মকর্তারা জানান, তারা দুই জঙ্গিকে হত্যা করতে পেরেছেন এবং বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে।

শনিবার রাত ৯টার দিকে পশ্চিম কাবুলে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুপ্রবেশ করে হোটেলের অতিথি, কর্মচারী ও নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা। একইসঙ্গে তারা গ্রেনেড নিক্ষেপ করে হোটেলের একাংশে আগুন ধরিয়ে দেয়।

সন্ত্রাসীদের হামলায় বেশ কয়েক ব্যক্তি হতাহত হয়েছেন বলে কোনো কোনো সূত্র খবর দিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায়িত্ব স্বীকার করে এবং হামলাকারীদের পরিচয়ও জানা যায়নি।


১৯৬০-এর দশকে নির্মিত হোটেলটিতে আজ রোববার প্রযুক্তি বিষয়ক একটি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সম্মেলনে অংশগ্রহণের জন্য অনেক অতিথি আগে থেকে ওই হোটেলে অবস্থান করছিলেন।

সাধারণত বিদেশি নাগরিকরা কাবুলের এই হোটেলটিতে অবস্থান করেন। তবে শনিবার রাতে হোটেলটিতে কোনো বিদেশি ছিলেন কিনা তা এখনো জানা যায়নি।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন