ফ্রান্স কেন, ক্ষেপণাস্ত্র ইস্যুতে কারও সঙ্গেই আলোচনা হবে না

  23-01-2018 07:00AM



পিএনএস ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আবারও বলেছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে কারও সঙ্গেই কোনো আলোচনা করা হবে না। আজ (সোমবার) রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ সম্প্রতি দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে এর আগে তেহরানের সঙ্গে তাদের আলোচনা হয়েছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর ওই দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ইরান কারো সঙ্গে আলোচনা করে নি এবং ভবিষ্যতেও করবে না।

তিনি আরও বলেন, ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরের সময়ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে কোনো আলোচনা হবে না। ইউরোপের সঙ্গে ইরানের সম্পর্কের উন্নতি হচ্ছে বলেও তিনি জানান।

সিরিয়ার কুর্দি গেরিলা নিয়ন্ত্রিত আফরিনে তুর্কি হামলা প্রসঙ্গে তিনি বলেছেন, অবিলম্বে হামলা বন্ধ করা হবে বলে তেহরান আশা করছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন