‘সন্ত্রাসবাদ-বিরোধী সবচেয়ে বড় লড়াই করছে পাকিস্তান’

  23-01-2018 02:23PM

পিএনএস ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি বলেছেন, তার দেশ বিশ্বে সন্ত্রাসবাদ-বিরোধী সবচেয়ে বড় লড়াই করছে। তিনি বলেন, তার দেশের ওপর যেকোনো রকমের নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা হিতে বিপরীত হবে। এ ধরনের নিষেধাজ্ঞা তার দেশে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইকেও ক্ষতিগ্রস্ত করবে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে আব্বাসি গতকাল (সোমবার) এসব কথা বলেছেন। তিনি আমেরিকাকে সতর্ক করে বলেন, “পাকিস্তানকে দুর্বল করার চেষ্টা করবেন না।” পাশাপাশি তিনি বলেন, ওয়াশিংটন যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করেছে সেগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে সরকার। একথার মাধ্যমে তিনি মূলত মাওলানা হাফিজ সাঈদ ও তার সংগঠন জামাত-উদ-দাওয়াসহ কিছু নিষিদ্ধ সংগঠনের কথা বুঝিয়েছেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় পাকিস্তানের বিরুদ্ধে ‘মিথ্যা ও প্রতারণা’ সম্পির্কত যে অভিযোগ এনেছেন তাও নাকচ করে দেন প্রধানমন্ত্রী আব্বাসি।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন