আজ বিশ্ব বেতার দিবস

  13-02-2018 04:28AM

পিএনএস ডেস্ক: বিশ্ব বেতার দিবস আজ (মঙ্গলবার)। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ক্রীড়াঙ্গনে বেতার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উৎযাপিত হবে।

এ উপলক্ষে আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় জাতীয় বেতার ভবন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু র্যালির নেতৃত্ব দেবেন। র্যালিতে তথ্য প্রতিমন্ত্রী, তথ্যসচিব, বেতারের কর্মকর্তা, কর্মচারী, শিল্পী ও কলাকুশলী অংশগ্রহণ করবেন।

র্যালিটি আগারগাঁও পাসপোর্ট অফিস মোড় ঘুরে আবারও জাতীয় বেতার ভবনে গিয়ে শেষ হবে। পরে জাতীয় বেতার ভবন মিলনায়তনে বিশ্ব বেতার দিবস ও শ্রোতা সম্মেলন-২০১৮ এর উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

অন্যান্যের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে রহমতুল্লাহ, তথ্যসচিব মো. নাসির উদ্দিন আহমেদ বক্তব্য রাখবেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন