ভারতের জন্য আক্রমণাত্মক হতে পারে চীন!

  15-02-2018 12:12AM

পিএনএস ডেস্ক: চীনের সাথে ভারতের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনও থামেনি ডোকলাম সংঘাত। চীনের সেনাবাহিনী ওই জায়গা থেকে সরে গেলেও, কাছেই আছে।এমনটাই মনে করছেন কূটনীতিকরা। তাদের দাবি, ডোকলাম সংঘাত থেমে গেলেও ভারত-চীন সম্পর্কের কোন উন্নতি হয়নি। এমনকি অদূর ভবিষ্যতে হওয়ার কোন সম্ভাবনাও নেই।

কলকাতা টুয়েন্টিফোর'র এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা প্রধান ডোকলামের কথা মনে করিয়ে বলেন, গত অগাস্টে সেই সংঘাত শেষ হয়। দুই দেশই সেনাবাহিনী সরিয়ে নিতে রাজি হয়। তারপরও চীনের সেনাবাহিনী ভারতের দিকে এগিয়ে যাওয়ার ঘটনা ঘটে। চীন আগামী দিনেও আক্রমণাত্মক হতে পারে বলেও মনে করে যুক্তরাষ্ট্র। ডোকলাম সংঘাতের পরও বারবার চীন-ভারত সংঘাত চোখে পড়েছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন