‘অস্ট্রেলিয়ায় এসে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে’

  18-02-2018 07:28AM



পিএনএস ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রথম হিজাব-পরিহিত নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন নাদিয়া সালেহ। সিডনির বহুবিচিত্র সংস্কৃতিক উপশহর ক্যানটারবেরি-ব্যাঙ্কস্টাউন কাউন্সিল থেকে তিনি নির্বাচিত হন।

সিডনি থেকে তার সঙ্গে আরো দুজন মুসলিম পুরুষও কাউন্সিলর নির্বাচিত হন। তারা হলেন লেবার পার্টির মোহাম্মদ হুদা এবং লিবারেল প্রার্থী মোহাম্মদ জামান।

২৮ বছর আগে লেবাননের গৃহযুদ্ধ থেকে পালিয়ে অস্ট্রেলিয়ায় আসেন চার সন্তানের এই জননী।

এরপর তিনি সিডনির দক্ষিণ-পশ্চিমের রিভারওড শহরে স্থায়ী হওয়ার পর তিনি তার নতুন গৃহীত সম্প্রদায়ের জন্য নিজেকে উৎসর্গ করেন এবং রিভারওড কমিউনিটি সেন্টারের একজন ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন।

নাদিয়া সালেহ বলেন, ‘আমি প্রথম যখন অস্ট্রেলিয়ায় এসেছিলাম, তখন আমাকে আমার বাচ্চাদের লালন-পালন করতে লড়াই করতে হয়েছে। সমর্থনের জন্য আমাকে সংগ্রাম করতে হয়েছে।’

তিনি বলেন, ‘আমাকে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। এটি সম্প্রদায়ের সদস্যদের সমর্থন এবং শক্তিশালী হওয়ার ব্যাপারে আমাকে অনেক বেশি সংকল্পবদ্ধ করেছে।’

অস্ট্রেলিয়ার মুসলিম রাজনীতিকদের একটি ছোট দলে সালেহ যোগ দেন। এরমধ্যে রয়েছেন ফেডারেল এমপি এড হুসিক এবং অ্যান এলি এবং এনএসডব্লিউ এর ঊর্ধ্বতন সদস্য শাওকাত মোসলেমেন।
সূত্র: অ্যাবাউট ইসলাম

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন