`আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতি ব্যর্থ'

  22-02-2018 02:22AM



পিএনএস ডেস্ক: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মাদ আসিফ বলেছেন, আফগানিস্তানে ১৭ বছরের মার্কিন সামরিক উপস্থিতি কোনো ফল বয়ে আনে নি। সেখানে মার্কিন নীতি-কৌশল ব্যর্থ হয়েছে।

তিনি মঙ্গলবার মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

খাজা আসিফ আরও বলেছেন, আলোচনার মাধ্যমেই কেবল আফগান সংকটের সমাধান হতে পারে। এ সময় তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন।-খবর পার্স টুডের।

তিনি বলেন, ইসলামাবাদ সব ক্ষেত্রেই মস্কোর সঙ্গে সম্পর্কের বিষয়টিকে গুরুত্ব দেয়। পাকিস্তান আলোচনার মাধ্যমে কাশ্মির সমস্যার সমাধান করতে প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আফগানিস্তান প্রসঙ্গে বলেন, আফগানিস্তানে আইএসের প্রভাব বৃদ্ধির বিষয়টি উদ্বেগজনক। মস্কো এ বিষয়টি নিয়ে খুবই উদ্বেগের মধ্যে রয়েছে।

তিনি বলেন, আফগানিস্তানে সন্ত্রাসবাদ, মাদক উৎপাদন বৃদ্ধি এবং মাদক চোরাচালানের মাধ্যমে অর্জিত অর্থ সন্ত্রাসবাদ বিস্তারে কাজে লাগানোর মতো বিষয়গুলো মস্কো ও ইসলামাবাদ উভয়ের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন