প্রধানমন্ত্রীর স্ত্রী’র সঙ্গে ছবিতে কুখ্যাত জঙ্গি

  22-02-2018 03:37PM

পিএনএস ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রিত কুখ্যাত খলিস্তানি জঙ্গি৷ জসপাল অটওয়াল নামের ওই কুখ্যাত জঙ্গির সাথে দাঁড়িয়ে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী সোফি ট্রুডো, এমন ছবি প্রকাশ্যে এসেছে৷ এরপরেই শুরু হয়েছে বিতর্ক৷

২০ ফেব্রুয়ারি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রীর নৈশভোজে আমন্ত্রিত ছিল জসপাল৷ তবে তুমুল বিতর্কের মাঝে পড়ে নৈশভোজ বাতিল করেন জাস্টিন ট্রুডো৷ কানাডার হাই কমিশনারের উদ্যোগে আয়োজিত ওই নৈশভোজের ছবি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পরেই তড়ঘড়ি বাতিল করা হয় সেই অনুষ্ঠান৷ তবে তাতেও গোটা ঘটনা ধামাচাপা পড়েনি৷

জসপালের আমন্ত্রণপত্রও বাতিল ঘোষণা করা হয় বলে কানাডার প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়৷ শুধু সোফি ট্রুডোই নন, জসপালের সঙ্গে ছবি দেখা গিয়েছে কানাডার তথ্য প্রযুক্তি মন্ত্রী অমরজিত সোহীরও৷

উল্লেখ্য, খালিস্তানি জঙ্গি দের প্রতি সহানুভূতিশীল বলে পরিচিত কানাডার ভারত-নীতি৷ ট্রুডোর মন্ত্রিপরিষদে ৪ জন শিখ মন্ত্রী রয়েছেন, যাদের সঙ্গে ভারতের শিখ স্বাধীনতা আন্দোলন ‘খালিস্তান মুভমেন্ট’ নেতাদের যোগ রয়েছে।

১৯৮৫ সালে এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা হামলায় ৩২৯ জনের মৃত্যুর ঘটনায় কানাডার একজন শিখ জড়িত। এতেই এই ঘটনাপ্রবাহের শেষ নয়। গত বছর এপ্রিলে ‘খালিস্তানিদের প্রতি সহানুভূতির কারণে’ কানাডার প্রতিরক্ষামন্ত্রী হারজিত সাজ্জানের সঙ্গে দেখা দেননি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

নিজের ভারত সফরে এসে অবশ্য বারবারই বিষয়টি নিয়ে এড়িয়ে গিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী৷ বুধবার মুম্বইতে ভারতের অখন্ডতার প্রতি সমর্থন জানিয়ে ট্রুডো বলেন, কোনও ধরণের ঘৃণাকে সমর্থন করেনা কানাডা৷ তারা ঐক্যবদ্ধ ভারতে বিশ্বাসী।

এরআগে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকের পর মন্তব্য করেছিলেন, বৈঠকে খালিস্তান নিয়ে আলোচনাই ছিল মুখ্য বিষয়৷ কারণ কানাডাসহ বিভিন্ন দেশ থেকে খালিস্তান আন্দোলনকারীদের জন্য অর্থ আসে৷ প্রসঙ্গত, কানাডার প্রায় ১.৫ ভাগ শিখ নাগরিক।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন