চেকপোস্টে হামলার দায়ে মায়ানমারে চার রোহিঙ্গার মৃত্যুদণ্ড

  24-02-2018 10:35AM


পিএনএস ডেস্ক: পুলিশ চেকপোস্টে হামলার দায়ে চার রোহিঙ্গাকে মৃত্যদণ্ড দিয়েছে মায়ানমারের একটি আদালত।

স্থানীয় গণমাধ্যম জানায়, শুক্রবার দুপুরে রাখাইন রাজ্যের মংডু জেলার একটি বিশেষ আদালত এ রায় ঘোষণা করে।

দন্ডপ্রাপ্তদের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের ৯ই অক্টোবর এনগো খোরা পুলিশ চেকপোস্টে হামলা চালায় তারা। এতে নিহত হয় দুই নিরাপত্তা রক্ষী। একই মামলায়, ১০ থেকে ২০ বছর করে, বিভিন্ন মেয়াদে আরো ২৬ রোহিঙ্গাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর অভিযোগ থেকে খালাস পেয়েছে ১৫ জন।

রোহিঙ্গা বিদ্রোহীরা মায়ানমার সরকারের বিরুদ্ধে লড়ছে, এমন অভিযোগ এনে, ২০১৭ সালে রাখাইনে সেনা অভিযানে চালানো হয়। এতে নিহত হয়েছে অসংখ্য রোহিঙ্গা, আর বাস্তুচ্যুত হয়েছে ৯ লাখেরও বেশী মানুষ।

গত বছর আগস্ট মাসের শেষ দিকে মায়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে। কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন এলাকা দিয়ে এসব রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশ সরকারের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ৯ লাখেরও বেশি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন