একমাসে ৩ শতাধিক নারীকে ধর্ষণ!

  12-03-2018 09:12AM

পিএনএস ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্য আফ্রিকায় মিলিশিয়া সেনারা তিন শতাধিক নারীকে ধর্ষণ করেছে বলে জানা গেছে। আর এই ঘটনা ঘটেছে মধ্য আফ্রিকার রিপাবলিকে।

বৃহস্পতিবার ‘মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ারস’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এ তথ্যটি জানিয়েছেন।

স্বেচ্ছাসেবী সংস্থাটি ১৭ ফেব্রুয়ারি আফ্রিকার উত্তরপশ্চিম দিকের একটি গ্রামের ১০ নারীর চিকিৎসা করতে গিয়ে পুরো ঘটনাটি জানতে পারে। প্রথমে ওই নারীরা নিজেদের কোনো ধরনের চিকিৎসা করাতে ভয় পাচ্ছিলেন। কারণ, তাদের আশঙ্কা ছিল, চিকিৎসা করালে আবার মিলিশিয়ারা হামলা চালাবে।

ধর্ষিতা নারীদের চিকিৎসক সোলমেন আমোনিয়া জানান, ‌কিছু নারী এখনও সেই দুঃস্বপ্ন থেকে বের হতে পারছেন না। ভয়ে কেউ-কেউ প্যারালাইজড হয়ে গিয়েছেন। অনেকে কথাও বলতে পারছেন না।

এক চিকিৎসক বলেন, কিছু নারীর শরীরে ব্লেড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনা দেখে আমি মর্মাহত।

সূত্র: রয়টার্স

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন