ভারতে দূষিত পানি পান করে ১০ জনের মৃত্যু

  13-03-2018 12:29PM

পিএনএস ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের গুনুটরে পেটের পীড়ায় ভুগে ১০ জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহে একই সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৯০০ এর বেশি মানুষ ভর্তি হয়েছেন।

গুনটুর জেলা কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলার কারণে ওই এলাকায় দূষিত পানি সরবরাহ করা হয়। সেই পানি পান করে এ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই পাইপে করে পানি সরবরাহ করা হয়েছিল সেটি ৩০ বছরের পুরনো।

অনেক জায়গায় সেটি ছিদ্র হয়ে গিয়েছিল।

সূত্র: সিনহুয়া

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন