‘মৃত্যুর আগে ১০ জনের জীবন বাঁচান পৃথুলা’

  14-03-2018 12:25AM



পিএনএস ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমান থেকে ১০ জনকে উদ্ধার করে নিজের জীবন উৎসর্গ করে গেছেন বিমানের কো-পাইলট পৃথুলা রশীদ।

সোমবার দুপুরে বিমান বিধ্বস্তের পরপরই নেপালের ফেসবুক গ্রুপ সিকিম মেসেঞ্জার জানায়, নিজের জীবনের বিনিময়ে এই বীর নারী পাইলট বাঁচিয়ে গেছেন ১০ নেপালি যাত্রীর প্রাণ।

এ ঘটনায় পৃথুলা রশীদের প্রশংসা করে তাকে ডটার অব বাংলাদেশ আখ্যা দিয়ে তার প্রতি শুদ্ধা জানায় সংবাদমাধ্যমটি। সামাজিক যোগযোগ মাধ্যামগুলোতেও তার প্রশংসা করা হয়।

ইউএস-বাংলার প্রথম নারী পাইলট পৃথুলা রশীদ নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

উল্লেখ্য, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বিমান বিধ্বস্তের ঘটনায় ৫১ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে পাইলট, ক্রুসহ বাংলাদেশি ৩৬ জনের মধ্যে ২৬ জন মারা গেছেন। বাকি ১০ জন নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন