বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ

  14-03-2018 05:37AM



পিএনএস ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তে ৫১ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

মঙ্গলবার (১৩ মার্চ) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোনেম বরাবার পাঠানো এক বার্তায় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সরকার ও বিমান বিধ্বস্তে হতাহতদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

উল্লেখ্য, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনায় ৫১ জনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে পাইলট, ক্রুসহ ২৬ জন বাংলাদেশি রয়েছেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন