উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতায় ইউরোপ : জার্মানি

  19-03-2018 10:52AM


পিএনএস ডেস্ক: শুধু যুক্তরাষ্ট্রই নয়, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন মধ্য ইউরোপ ও জার্মানিতে আঘাত হানতে সক্ষম। সম্প্রতি এ তথ্য প্রকাশিত হয়েছে খোদ জার্মানিতেই।

রবিবার জার্মানির পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে এ তথ্য জানান দেশটির ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিস-বিএনডির উপপরিচালক ওলে দিয়েল।

জার্মান গোয়েন্দারা এ তথ্য জানতে পেরেছেন বলে নিশ্চিত করা হয়েছে। জার্মান সংবাদপত্র বিল্ড অ্যাম সংট্যাগের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ওলে দিয়েল বলেছেন, তার গোয়েন্দা সংস্থার এ সংক্রান্ত তথ্য-উপাত্ত ‘নির্ভুল’।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন