মিয়ানমার প্রেসিডেন্টের পদত্যাগ

  21-03-2018 12:21PM

পিএনএস ডেস্ক: মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও পদত্যাগ করেছেন। তবে কী কারণে পদত্যাগ করেছেন তার কোনো তথ্য জানা যায়নি। তবে সাম্প্রতিক সময়ে তার স্বাস্থ্যের অবনতি বিষয়টিও পদত্যাগের কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বুধবার (২১ মার্চ) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে।

২০১৬ সালের ৩০ মার্চ তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেত্রী অং সান সুচির ঘনিষ্ঠ বলে পরিচিত ৭১ বছর বয়সী থিন কিয়াও।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন