রোহিঙ্গা ইস্যু নিয়ে ‘ব্যক্তিগত স্বার্থ’ নেই : চীন

  21-03-2018 08:28PM

পিএনএস ডেস্ক : চীন দাবি করেছে, রোহিঙ্গা ইস্যুতে বেইজিংয়ের কোনো ‘ব্যক্তিগত স্বার্থ’ নেই। বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে রোহিঙ্গা ইস্যু সমাধানের জন্য বাংলাদেশ ও মিয়ানমারকে সহায়তা দিতে সত্যিকারের অর্থেই চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। আজ বুধবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুও এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ইউএনবির এক প্রতিবেদনে এ কথা বলা হয়। ঢাকায় চীনের দূতাবাসে আয়োজিত এই সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত ঝ্যাং জুও বলেন, ‘এই ইস্যুতে চীনের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। বাংলাদেশ ও মিয়ানমারকে সাহায্য করতে আক্ষরিক অর্থেই আমরা চেষ্টা করছি। আমাদের পরামর্শ নিখাদ, বাস্তবমুখী ও গঠনমূলক।’

ঢাকায় নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ঝ্যাং জুও। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার কোনো দ্রুত সমাধান নেই। কারণ, এই জটিল সমস্যার ঐতিহাসিক, নৃতাত্ত্বিক ও ধর্মীয় প্রেক্ষাপট রয়েছে।

এ ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে চীনের ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রদূত জুও। তিনি বলেন, দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতেই সমস্যার সমাধান করতে হবে। জুও বলেন, ‘আমরা দুই পক্ষের প্রতিই নিরপেক্ষ থাকব।’

গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আসেন চীনের নতুন রাষ্ট্রদূত ঝ্যাং জুও। মিত্র দেশগুলোর প্রধান সমস্যা দারিদ্র্য—এ কথা জানিয়ে তিনি বলেন, ‘দারিদ্র্য দূর করতে আমাদের আঞ্চলিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন।’

বাংলাদেশ ও মিয়ানমারে চীনের ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বর্ষাকাল চলে আসায় এ দেশে থাকা রোহিঙ্গারা নতুন প্রতিবন্ধকতার মুখোমুখি হবে। তিনি বলেন, ‘তাদের সাহায্য করার জন্য যা যা সম্ভব, তা করতে আমরা আগ্রহী।’

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ঝ্যাং জুও বলেছেন, এ দেশের উন্নয়ন ও রাজনৈতিক পরিস্থিতির প্রতি গভীর মনোযোগ আছে চীনের। তিনি বলেন, ‘বাংলাদেশে একটি নির্ঝঞ্ঝাট সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে—এ ব্যাপারে আমরা আশাবাদী। আমরা আশা করি, বাংলাদেশে উন্নতির ধারা অব্যাহত থাকবে।’

রাষ্ট্রদূত আরও বলেন, এ দেশের জনগণের পছন্দের প্রতি চীন শ্রদ্ধাশীল। দেশটি আশা করে, চীনের সঙ্গে বাংলাদেশের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব নতুন পর্যায়ে উন্নীত হবে।

এই সংবাদ সম্মেলনে নতুন রাষ্ট্রদূত ছাড়া দূতাবাসের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন