এরদোগানকে অবমাননা করায় পপ তারকার ১০ বছরের কারাদণ্ড

  24-03-2018 09:16AM


পিএনএস ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে অপমাননার দায়ে তুরস্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী জুহাল ওলকায়কে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়।

পপ তারকা জুহাল উলকার বিরুদ্ধে ২০১৬ সালে একটি অনুষ্ঠানে পারফর্মেন্সের সময় এরদোগানকে অবমাননার অভিযোগ আনা হয়। তিনি তার একটি গানের শিরোনাম পরিবর্তন করে এরদোগানের নাম যোগ করেন এবং গান গাওয়ার সময় তার হাত বাজে অঙ্গভঙ্গিতে নাড়াচাড়া করেন।

ভিডিওতে দেখা যায় জুহাল গানটির শিরোনাম পরিবর্তন করে বলছেন, ‘রিসেপ তায়িপ এরদোগান, সবকিছুই খালি, সবকিছুই মিথ্যে, জীবনও একদিন শেষ হয়ে যাবে এবং তুমি বলবে ‘আমি স্বপ্নের মাঝে ছিলাম’।

জুহাল বলেন, তার গানে এরদোগানকে লক্ষ্য করে হাত নাড়াচাড়া করা হয়নি। হাত নাড়াচাড়ার উদ্দেশ্য ছিল দর্শক শ্রোতারা। তাছাড়া এরদোগানের নাম ব্যবহার করা হয়েছে গানের ছন্দ মিলানোর স্বার্থে। এখানে এরদোগানকে অপমান উদ্দেশ্য ছিল না।

২০১০ সালেও জুহালকে একজন সরকারি কর্মকর্তাকে অপমান করায় ২ হাজার ৭০৮ ডলার জরিমানা করা হয়েছিল।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন